
কালিহাতীতে নারান্দিয়া অনার্স ক্লাবের শোক সভা
বিশেষ প্রতিবেদক: কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন অনার্স ক্লাব নারান্দিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মানিক চন্দ্র মোদক এবং প্রতিষ্ঠাতা সদস্য দুলাল চন্দ্র মোদকের অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শোকসভাটির অয়োজন করে অনার্স ক্লাব।
প্রধান অতিথি হিসেবে শোকসভায় বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ। শোকসভায় অকাল প্রয়াত দুই ব্যক্তির উপর স্মৃতিচারণ করেন ক্লাবের উপদেষ্টা লোকমান ফকির মহিলা কলেজের শিক্ষক মিজানুর রহমান আকন্দ, এডভোকেট মঈদুল ইসলাম, লুৎফর রহমান, সরকারি ইব্রাহীম খা কলেজের শিক্ষক আব্দুল বাছেদ সরকার, ক্লাবের সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান লিটন ,শমসের ফকির ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল খালেক, সরকারি শামছুল হক কলেজের শিক্ষক নাজমুল হুদা আখুন্দ ও নগরবাড়ী আলোর দিশারী ক্লাবের সভাপতি সাব-ইন্সপেক্টর আবু হানিফ প্রমূখ।
এসময় প্রয়াত মানিক চন্দ্র মোদকের স্ত্রী, দুই ছেলে মেয়ে এবং দুলাল চন্দ্র মোদকের স্ত্রী, তিন মেয়েসহ ক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভার শুরুতে অকাল প্রয়াত দুইব্যক্তির আত্মার শান্তি কামনায় সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সেইসাথে সবসময় তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনার্স ক্লাবের সদস্যরা।
অনার্স ক্লাবের সভাপতি লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকারের সভাপতিত্বে শোকসভা সঞ্চলনা করেন অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ জুয়েল।
উল্লেখ্য মানিক চন্দ্র মোদক গত ৩১ মার্চ এবং দুলাল চন্দ্র মোদক ২০১৬ সালের ৩১ মার্চ মৃত্যুবরণ করেন। তারা কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত অশ্বনী কুমার মোদকের পুত্র। মানিক চন্দ্র মোদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন এবং দুলাল চন্দ্র মোদক রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে পাশ করে ব্যবসা করতেন। দুই সহোদরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
# কাজল আর্য