
কালিহাতীতে নারীসহ ২ ইয়াবা ব্যবসায়ী আটক
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে নারীসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। বৃহস্পতিবার (১জুন) সন্ধ্যায় কালিহাতী উপজেলার কাগুজীপাড়া হইতে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেসহ তাদের আটক করা হয়। আটককৃতরা- উপজেলার পাছচারানের আব্দুস সামাদ মিয়ার ছেলে রাসেল মিয়া এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন সুন্দরীঘাটের সুরুজ মিয়ার মেয়ে মদিনা।
কালিহাতী থানার এসআই মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনের নিদের্শক্রমে তাদেরকে ২৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।