
কালিহাতীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
সবুজ সরকার, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলেঙ্গা পৌরবাসী। সোমবার সকাল ১১টায় উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে আধাঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলেঙ্গা অঞ্চলের জনসাধারণের ক্ষোভ- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ। সরকার পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা করার পরেও এলেঙ্গাতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দূর্নীতির কারণে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুতের ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী।
মাবনবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাসমত আলী, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার শুভ প্রমুখ।
এসময় সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, জেলা যুবলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন মুসা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ এলাকার শতাধিক ভূক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সড়ক অবরোধের ফলে মহাসড়কের কয়েক কিলোমিটারে দীর্ঘ যানজট লেগে যায়।