
কালিহাতীতে নৃতাত্তিকদের অটোবাইক প্রদান
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে নৃতাত্তিকদের জীবনযাত্রার মান উন্নয়নকল্পে অটোবাইক প্রদান করা হয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী এলাকায় শুক্রবার (১৬ জুন) নৃতাত্তিক সমাজকল্যাণ সমিতির সদস্যদের উপস্থিতিতে সমিতির সভাপতি খোকনের হাতে অটোবাইকটির চাবি প্রদান করেন। এসময় সদ্য বিদায়প্রাপ্ত সমাজসেবা অফিসার শহীদুজ্জামান খান, নৃতাত্তিক সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা দুলু রায়, সাংবাদিক দাশ পবিত্রসহ এলাকার মুরুব্বিয়ানগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন জানান, নৃতাত্তিকরা সমাজের অনগ্রসর। তাদের জীবনযাত্রার মান উন্নয়রকল্পে অটোবাইক প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, অটোবাইক সমিতির সদস্যরা সবাই চালাতে পারবেন তবে যিনি চালাবেন তাকে প্রতিদিন ৪০০ টাকা করে নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা দিবে। এতে নৃতাত্তিকদের জীবনযাত্রায় কিছুটা হলেও পরিবর্তন আসবে।