
কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার ধলাটেঙ্গর নদীতে দূর্ঘটনাটি ঘটে। নিহতরা শিশুদ্বয় উপজেলার বিলবর্ণী গ্রামের জহুরুলের মেয়ে প্রেরণা (৭) এবং ঘাটাইল উপজেলার সাগরদীঘি’র রুহুল আমিনের কন্যা রুমাইয়া (১২)।
এলাকা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই দুই শিশু নানার বাড়ী এসে মায়ের সাথে ধলাটেঙ্গর নদীতে গোসল করতে যায়। গোসল শেষে মা বাড়ী ফিরে এসে পেছনে দুই শিশুকে খুঁজে না পেয়ে নদীতে গিয়ে তাদের ভাসমান লাশ দেখতে পায়।
পুলিশ জানান, বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।