
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ-উল-ফিতরের নামাজের প্রস্তুতি হিসেবে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দশকিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মালেক ভূইয়া।
নিহতরা হলেন- দশকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হাতিয়া দক্ষিণপপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৫), ভারারীপাড়ার জুলহাস ভারারীর ছেলে ফয়সাল মিয়া (১৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই গোলাম মোস্তফা (২০)। আহতরা হলেন- আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (১৫) ও শফিকুলের ছেলে জাহিদ (২০)। আহত দুজন মগড়া বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহত তিনজনকে দাফনের প্রস্তুতি চলছে।
দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া জানান, সকাল ৭টার দিকে ওই তিনজনসহ পাঁচজন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সেখানে বজ্রপাতে পাঁচজন আহত হয়। গুরুতর অবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর দু’জন স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।