
কালিহাতীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীতে বন্যা দুর্গত এলাকার কয়েক শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ত্রাণ সমাগ্রী প্রদান করা হয়।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রীগুলো প্রদান করেন। এসময় তিনি বলেন বন্যা দুর্গতদের জন্যে বর্তমান শেখ হাসিনা খুবই আন্তরিক।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম প্রমূখ।
সরেজমিনে গিয়ে দেখা যায় যমুনা ও ধলেশ্বরী নদীর পানি পানি বৃদ্ধির কারণে কালিহাতীসহ ভূঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাঙছে বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা-প্রতিষ্ঠান। বন্যা দুর্গত এলাকার মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তারা এই ত্রাণ-সামগ্রী অত্যন্ত আনন্দিত।