
কালিহাতীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে বন্যা দূর্গত তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়ন প্রত্যাশী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী উপজেলার আফজালপুর, কালাই, জিদহ ও বাশুরিয়া গ্রামের বন্যার্তদের মাঝে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতিসহ শুকনা খাবার বিতরণ করেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বুধবার দুপুরে নিজস্ব উদ্যোগে এই ত্রাণ বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ডলি আক্তার প্রমুখ।
সুফিয়া বেগম নামের বন্যা দূর্গত ব্যক্তি জানান, মেম্বার চেয়ারম্যানরা আংগো এহনো কোন সহযোগিতা করে নাই। এই প্রথম কেউ আংগো সাহায্য করলো।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, আমি জনগণের দু:খ কষ্টের সাথে সার্বক্ষণিক থাকতে চাই।