
কালিহাতীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবনির্মিত ভবন উদ্বোধন
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে মসিন্দা চেঁচুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি বোরহান উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দত্ত প্রমূখ।
শেষে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।