
কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাক মুখোমুখী সংর্ঘষে এক নারী নিহত হয়েছেন। এতে আরো ৩ জন আহত হন। আজ শুক্রবার সকালে উপজেলার চরভাবলা নাম স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরাশীপাড়া গ্রামের লোকমানের স্ত্রী জাহানারা বেগম (৩২)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর বলেন, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত ও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।