
কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪
কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে চর ভাবলায় সোমবার দুপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন এবং আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাবুর রহমান জানান, দুপুরে উত্তরবঙ্গগামী আরবি ট্রাভেলস্ নামক যাত্রীবাহী বাস এর সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক চালক নিহত হন। নিহত ব্যক্তির পরিচায় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।