
কালিহাতীতে বিশ্ব পানি দিবস উদযাপন
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে আজ বুধবার (২২ মার্চ) সকালে বিশ্ব পানি দিবস-২০১৭ পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে শেষ হয়। এসময় বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং দিবসের উপর ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজের আয়োজন করা হয়।
কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী। এসময় আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমাউল হুসনা লিজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ প্রমুখ।