
কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদারের ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে সরকারী শামছুল হক কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার’র ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২১ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর’র সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল হাকিম তালুকদারের সম্পর্কে বিশেষ আলোকপাত করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
এসময় এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আব্দুল হাকিম তালুকদারের পুত্র শরীফ তালুকদার, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি দুলাল হোসেন, অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২১মে বীর মুক্তিযোদ্ধা ও শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম তালুকদাকে কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামে একটি শালিসের কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।