কালিহাতীতে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে রতনগঞ্জ সড়কের ধল্লাই নামকস্থানে ব্যাটারী চালিত ভ্যানের ধাক্কায় ফারজানা (৩) নামে একশিশু নিহত হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারজানা উপজেলার পাকুটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ফারজানা তার বাবার সাথে রতনগঞ্জ থেকে ধল্লাই হয়ে পায়ে হেটে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত একটি ভ্যান ফারজানাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যান চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান মিয়া ঘটনানার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার প্রেক্ষিতে ভ্যানচালককে আটক করা হয়েছে। মেয়েটির লাশ উদ্ধার করে সুরতালের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।