
কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান : ড্রেজারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৪টি ড্রেজার পানিতে ডুবিয়ে দেয়াসহ ৫টি ড্রেজার ও ৩টি টিউবওয়েল জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমাউল হুসনা লিজা’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কালিহাতী উপজেলার পৌলী, বাঁশী, এলেঙ্গা, হাকিমপুর এবং ধলাটেঙ্গর নামক স্থানে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি মহল। ইতিপূব্র্ েপৌলী এলাকায় অভিযান চালালেও পরদিন থেকেই পুনরায় শুরু হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন। গোপন সংবাদের ভিত্তিতে ২য় দফায় এলেঙ্গা বালুঘাটে এলাকায় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন, ৩টি টিউবওয়েল জব্দ করাসহ ৪টি ড্রেজার পানিতে ডুবিয়ে দেয়া হয়। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে এক বালু ব্যবসায়ী জানান।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমাউল হুসনা লিজা জানান, বালু ব্যবসায় কাউকে অনুমোদন দেয়া হয়নি। ড্রেজিং পদ্ধতিতে অবৈধভাবে বালুব্যবসায়ী কাউকে কোন ছাড় দেয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।