
কালিহাতীতে মহান মে দিবস পালিত
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: “শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে ১৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শুরুর আগে শ্রমিক সংগঠনগুলো নিজ নিজ কার্যালয় থেকে র্যালি নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে একত্রিভূত হয়ে এলেঙ্গার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে যোগ দেন।
সমাবেশে এলেঙ্গা সিএনজি-অটোরিক্সা শ্রমিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ সরকার, এলেঙ্গা ট্রাক-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ-আলম সিদ্দিকী, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোলায়মান হোসেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি আমাল মোল্লা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, সিএনটি-অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি বাবুল সিদ্দিকী, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লতিফ মোল্লা বিভিন্ন সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান পরিচালনা করেন সিএনজি-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহালম মোল্লা।