
কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিহাতী সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর চরনগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার আনোয়ার হাসেম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
কলেজের অধ্যক্ষ মুহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সালাম তালুতদার, আজিম উদ্দিন মন্ডল, নগরবাড়ী কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদার, আনোয়ার হাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, অধ্যাপক আবু সাঈদ, শাহজাহান ফকির ও তারা মিয়া প্রমূখ।
সকালে কলেজের শহীদ মিনারে শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।