
কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস পালিত
কালিহাতী সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন অানুষ্ঠিকতার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীন বাংলা ও স্বাধীনতা সম্পর্কীয় আলোচনা করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আসমাউল হুসনা লিজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মনোয়ারা বেগম, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মিজানুর রহমান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিঞা প্রমুখ। এরপর কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে।