
কালিহাতীতে যাযাবরদের ঈদ আনন্দ
সবুজ সরকার, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে যাযাবর ও আদর্শ গ্রামের বাসিন্দাদের ঈদকে আনন্দময় করে তোলার লক্ষে তাদের মাঝে সেমাই, চিনি, গুরা দুধ, শাড়ী, লুঙ্গী বিতরণ করা হয়েছে। গত রোববার (২৫ জুন) টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন’র নির্দেশনায় কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন পৌলী, এলেংগা, জোকারচর ও পুরাতন থানা এলাকায় সাড়ে তিনশত যাযাবর ব্যক্তির মাঝে এসব বিতরণ করেন।
ঈদের আগেরদিন এ ধরনের উপহার পেয়ে যাযাবর ও আদর্শ গ্রামের বাসিন্দারা অনেক খুশি ও আনন্দিত। ঈদ উপলক্ষে এ প্রাপ্তির বিষয়ে অনেকেই প্রাণখুলে বলেছেন এরকম সহযোগীতা আমরা আগে কখনো পাইনি। এসকল যাযাবররা এসেছে জামালপুরের ইসলামপুর, মাদারগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী, মুন্সিগঞ্জ, বিক্রমপুর এলাকা থেকে।
এসব বেদে যাযাবরদের সাথে কথা বলে জানা যায়, এদের এলাকায় তাদের বেশিরভাগের বাড়িঘর নদীতে ভেংগে গিয়ে সর্বশান্ত হয়েছে। ফলে তারা থাকার জায়গা ও কিছু রোজগারের আশায় অন্যত্র পাড়ি জমিয়েছে, মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে সরকার যেখানে সবার জন্য বাসস্থান নিশ্চিত করার জন্য ‘সবার জন্য বাসস্থান কর্মসূচী’ হাতে নিয়েছে আর সেখানে এদের থাকার পকান জায়গাতো দুরের কথা তারা নিজ এলাকায় থাকতেও পাচ্ছেনা। অনেকেই প্রায় কালিহাতির বিভিন্ন জায়গায় ৪/৫ বছর হল অস্থায়ীভাবে বসবাস করছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বলেন, উল্লেখিত এলাকার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ এসকল যাযাবরদের সাহায্যার্থে এগিয়ে আসলে তারা নিজের এলাকায় থাকার সুযোগ পাবে। তাদের মনকষ্ট লাঘব হবে বলে আমি মনে করি। এদের পুনর্বাসন কোন কর্মসূচী হাতে নিলে আমি সঠিক তালিকা প্রণয়নসহ অন্যান্য সহযোগীতা করতেও প্রস্তুত।
উল্লেখ্য, গত ২৪ জুন ২০১৭ইং তারিখে জাগ্রতবাংলা ২৪ ডটকম ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় “ টাঙ্গাইলে দেড় হাজার বেদে পরিবারে ঈদ আনন্দ নেই” শিরোনামে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের জেলা প্রশাসকের নির্দেশনায় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার এ পদক্ষেপ গ্রহণ করেন”।