
কালিহাতীতে যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা :
রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে আগামী শুক্রবার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা দিয়েছে যুবলীগের দুইগ্রুপ। এতে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো উপজেলায়। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরন্নবী সরকারের নেতৃত্বে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের একাংশ শুক্রবার সম্মেলনের দিন নির্ধারণ করে। সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে পোস্টার, চিঠি ছাপানো হয়েছে।
এদিকে ওই সম্মেলনকে অবৈধ দাবি করে গতকাল বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আতিক সিদ্দিকীর নেতৃত্বাধীন যুবলীগের আরেকটি গ্রুপ। বিক্ষোভ মিছিল শেষে কালিহাতী বাসস্ট্যান্ডে সমাবেশে বক্তারা বলেন, কোন প্রকার সভা এবং গঠণতন্ত্র না মেনেই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের পরামর্শ-মতামত নেয়া হয়নি। এসময় তারা আগামীকালের সম্মেলন বর্জন করে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন। সেইসাথে সম্মেলন বন্ধের দাবি জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামাল কুলিন, মনির হোসেন, লোটাস কামাল, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আরিফ, লালমিয়াসহ সহস্রাধিক নেতাকর্মী।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরন্নবী সরকার বলেন, যারা যুবলীগ করেন তারা সম্মেলনে আসবেন, প্রার্থী হবেন। কালিহাতীতে যুবলীগ করতে হলে সম্মেলনে আসতে হবে।