
কালিহাতীতে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে সহদেবপুর ইউনিয়নে আকুয়া চামুরিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এলাকার স্বার্থান্বেসী একটি মহল। জানা যায়, আবদুল জলিল ১৯৯১ সালে সহকারি মৌলভী হিসেবে উপজেলার আকুয়া চামুরিয়া মাদ্রাসায় যোগদান করেন। ২০১২ সালে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পান। ২০১৩ সালে প্রতিযোগিতার মাধ্যমে সুপার হিসাবে মাদ্রাসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বগ্রহণের পর থেকেই লেখাপড়ার মান বৃদ্ধিসহ অবকাঠামোগত উন্নয়ন করে চলেছেন। মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি তিনি ২০০৩ সাল থেকে সুনামের সহিত সহদেবপুর ইউনিয়নে মন্ত্রণালয় স্বীকৃত কাজী হিসেবে নিয়োজিত আছেন।
সরেজমিনে নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির নিকট থেকে জানা যায়, সুপার আবদুল জলিল একজন সদালাপি ও সহজ সরল শিক্ষক। তার বিরুদ্ধে আনীত টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একজন শিক্ষককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে আবদুল জলিল জানান, আমি সুপার হিসেবে নিয়োগ পাবার পর থেকেই একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে নানাভাবে হয়রানি করছে। ফলে সঠিকরূপে প্রতিষ্ঠানের দায়িত্বপালনে সমস্যার সৃষ্টি হচ্ছে।