
কালিহাতীতে সেলাই মেশিন বিতরণ
সবুজ সরকার, কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মাঝে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৩% অর্থদ্বারা সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মনোয়ারা বেগম, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রাজু প্রমুখ।