
কালিহাতীতে সোলার প্যানেল বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে টিআর কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার চরাঞ্চলের ২৬৫ পরিবারের মানুষদের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে চরাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়নের লক্ষে উপজেলার গড়িলাবাড়ী মাদ্রাসা প্রাঙ্গণে সোলার প্যানেলহগুলো বিতরণ করা হয়।
সোলার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।
এসময় কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মো: আব্দুল মজিদ তোতা, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসার আলী বি.কম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো: হযরত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।