
কালিহাতীতে “স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শণী’র উদ্বোধন
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে “স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শণী’র উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” সপ্তাহের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন’র সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলেক্ষ “স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শণী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার আখেরুজ্জামান মিঞা, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলায়েত হোসেন, কালিহাতী কলেজের সহকারি অধ্যাপক জহরুল হক বুলবুল।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র পি.এস.ও চন্দন কুমার রায়, এস.ও নূর হোসেন সহ আরো অনেকেই অংশগ্রহণ করেন।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।