
কালিহাতীতে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে কালিহাতীতে ‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’ স্লোগানে স্বাস্থ্য মেলা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার সূর্যের হাসি ক্লিনিক প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে সূূর্যের হাসি ক্লিনিক মেলা প্রাঙ্গণ থেকে শুরু হয় উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা টাঙ্গাইল’র ভারপ্রাপ্ত উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলায়েত হোসেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, বিসিসি এন্ড এমএনএইচএসডিপি’র পরিচালক একে শফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বণির্ভর বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন এবং বাস্তবায়নে ছিলেন- সূর্যের হাসি ক্লিনিক, স্বনির্ভর বাংলাদেশ কালিহাতী।