
কালিহাতীতে হেরোইন ও ইয়াবাসহ ১ জন গ্রেফতার
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। আটককৃত ব্যক্তি কালিহাতী উপজেলার এলেঙ্গা দক্ষিণ পাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শাহ আলম (৪৯)।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এলেঙ্গা পৌরসভা এলাকা থেকে ২গ্রাম হেরোইন ও ১৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
কালিহাতী থানার এসআই মেহেদী জানান, আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।