
কালিহাতীতে হেরোইন ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইন ও ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার দশকিয়া ইউনিয়নের ঢোলকান এলাকা থেকে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা’র আরফান আলীর ছেলে আজিজুর রহমান (৩০) এবং নুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (২৮)।
এ ব্যাপারে কালিহাতী থানার এসআইন মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।