
কালিহাতীতে ৬৯ বছর বয়সে বিয়ের পীড়িতে বীর মুক্তিযোদ্ধা!
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মীর মিজানুর রহমান মিজান ৬৯ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার (২০ জুলাই) তার বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার (২১ জুলাই) কালিহাতী উপজেলা অডিটরিয়ামে বিয়ের বৌভাত অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মীর মিজানুর রহমান মিজান ৬৯ বছর বয়সে ৪৭ বছরের কনেকে বিয়ে করার বিষয়টি জেলাব্যাপী মুখরোচক আলোচনার জন্ম দেয়।
৬৯ বয়সে বীর মুক্তিযোদ্ধার বিয়ের বৌভাত অনুষ্ঠানে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারি, কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই’র নির্বাচিত সদস্য ও আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আবু নাসের, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কালিহাতীর পৌর মেয়র আলী আকবর জব্বার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ঢাকা, টাঙ্গাইল ও কালিহাতী উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সহস্রাধিক অতিথি অংশ গ্রহন করেন।
বর কালিহাতী উপজেলা সদরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত আলহাজ্ব মীর হাসান আলী ও মাতা মৃত হালিমা বেগমের ছেলে সন্তান মীর মিজান। কনে একই উপজেলার পাছ চিনামুড়া গ্রামের মো. শাহজাহান আলী খান ও মোছা. রাবেয়া খানমের ৪৭ বছর বয়সী মেয়ে মোছা. রাশিদা খাতুন।
কালিহাতী উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা বীরমুক্তিযোদ্ধা মীর মিজানুর রহমান মিজান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। তিনি রাজনীতি , সমাজসেবা, মানবাধিকার কার্যক্রম ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে ব্যস্ত সময় পাড় করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী-সন্তানরা বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন।