
কালিহাতীতে ৬ জুয়াড়ি আটক
জাকারিয়া লেলিন, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ মে) রাতে কালিহাতী উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের আমবাগানের একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মনির হোসেন, আফাজ উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন, আবু সাঈদের ছেলে শফিকুল ইসলাম, মৃত নরেশের ছেলে ধীরেন্দ্র, মিনহাজ উদ্দিনের ছেলে মনি, জলিল মুন্সীর চেলে আবু তাহের।
এ ব্যাপারে কালিহাতী থানার এসআই কুতুব জানান, রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে।