
কালিহাতীতে ৮৭৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতরাকৃতরা হলো- ১১ মামলার আসামী কালিহাতী উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪৩), এলেঙ্গা পৌরসভাস্থ আগ চিনামুড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রাজিব (৩০) এবং বাসাইল থানার শুকুর মামুদের ছেলে সোলায়মান।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, পৃথক অভিযানে মোশারফ হোসেনের নিকট থেকে ৮০০ পিস, রাজিবের নিকট থেকে ৫৫ পিস এবং সোলায়মানের নিকট থেকে ২০ পিছ ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের পর এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।