
কালিহাতীর লৌহজং নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
৩০ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস
স্টাফ রিপোর্টার, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌলী এলাকায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়েছে। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা এ আদালত পরিচালনা করেন।
পৌলী এলাকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হলেও এলেঙ্গা, পাথাইলকান্দি, ধলাটেংগরে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে এখনো অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। উপজেলায় সরকার অনুমোদিত কোন বালু মহাল না থাকলেও দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করছে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা স্থানীয় একটি প্রভাবশালী মহল বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বলেন, আইন বহি:র্ভূতভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানের নির্দেশ দিয়েছি। পর্যাক্রমে সকল বালুউত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জনপ্রতিনিধিসহ সকল শ্রেণিপেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করছি।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা জানান, লৌহজং নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়েছে। নদীর অন্য ঘাটে এখনো বালু উত্তোলন চলছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান- অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।