
কালিহাতী উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
সাইফুল ইসলাম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের ২০১৭-২০১৮৭ অর্থ বছরের বাজেট ২৯ মে সোমবার ঘোষণা করা হয়েছে।
কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ কোটি ২৩ লক্ষ ৫ হাজার ৪০০ টাকার উদ্বৃত্ত বাজেট ষোষণা করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
বাজেট সম্পর্কিত উন্মুক্ত আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আনসার আলী বিকম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা ও দৈনিক সংবাদ পত্রিকার কালিহাতী প্রতিনিধি দাশ পবিত্র প্রমূখ।
বাজেট ঘোষণার সময় কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা পরিষদের আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা, কৃষি, সেচ ও আর্থ সামজিক অবকাঠামোগত উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।