
PINKU
কাশীনাথ মজুমদার পিংকুর দু’টি কবিতা
যুদ্ধ আবার
রাজাকারের হচ্ছে বিচার
সোনার বাংলাদেশে
দোসররা তাই যাচ্ছে দেখ
চোখের জলে ভেসে।
বায়ান্ন’তে নাক কেঁটেছি
একাত্তোরে কান
প্রয়োজনে যুদ্ধ আবার
বাঁচাতে দেশের মান।
আজব ছেলে
আজব ছেলে সোনা মিয়া
একটু কিছু হলে
নিজের নামটি বলতে গিয়ে
বাবার নামটি বলে।
আজব ছেলে সোনা মিয়া
বসে পুকুর ঘাটে
‘কোথায় আছ’ বললে বলে
আমি এখন হাটে।
আজব ছেলে সোনা মিয়া
দিব্যি হাসির ছলে
সোজা পথের কথা বলে
উল্টো পথে চলে।
আজব ছেলে সোনা মিয়া
আজব স্বভাব তার
ভূতের মাকে চেনা গেলেও
তাকে চেনা ভার।