
ক্রিকেটার থেকে নায়ক!
বিনোদন ডেস্ক: ভারতের সাবেক স্পিডস্টার শান্তাকুমার শ্রীশান্থ ক্রিকেটের ময়দান ছেড়ে অনেক আগেই নেমেছেন রাজনীতির ময়দানে। শুধু তাই নয়, এরই মধ্যে নাম লিখিয়েছেন অভিনয়েও। তিনি এখন অভিনেতা শ্রীশান্থ। পূজা ভাটের প্রযোজনায় তামিল ছবি ‘ক্যাবারে’ তিনি অভিনয় করেছেন। এ বছরের জুনে ছবিটি মুক্তি পাবে।
তবে এই মুহূর্তে শ্রীশান্থ তাঁর ‘টিম ৫’ ছবি নিয়ে ব্যস্ত। এটি একটি তেলুগু ছবি। তেলুগু ভাষায় ছবি করতে পেরে স্বভাবতই খুশি তিনি। শ্রীশান্থ বলেন, ‘তেলুগু দর্শকরা আমার অভিনয় দেখতে আসবেন, এটা ভেবেই দারুণ লাগছে।’
সম্প্রতি হায়দরাবাদে ছবির প্রোমোশনে দেখা যায় শ্রীশান্থকে। সঙ্গে ছিলেন অভিনেত্রী নিক্কি গালরানি। শ্রীশান্থ জানান, এটা তাঁর তৃতীয় ছবি। এই ছবির গল্পটা খুব ইন্টারেস্টিং। দেশজুড়ে নানা ভাষায় ছবিটি মুক্তি পাবে। নিক্কি গালরানি বলেন, হায়দরাবাদে প্রায়ই ছবির প্রোমোশনে আসতে হয়। মনে হয় এটা আমার দ্বিতীয় বাড়ি।
ইতিপূর্বে শ্রীশান্থ একটি টিভি চ্যানেলের জনপ্রিয় নাচের শো তে নিজের প্রতিভা দেখিয়েছিল। ডেকান ক্রনিকল।