
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের যমুনা হল চত্ত্বরে ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. হোসেন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এম এ রশিদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল গণি সরকার, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর আবুয়াল ইসলাম ও ইসলামিক ইস্টাডিজ বিভাগের প্রধান ড. ইয়াকুব শরীফ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক / শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা শেষে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতায় প্রধান স্থান অর্জনকারী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।