
খুলনায় বিএনপি নেতা ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা
খুলনা সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার দামোদর নতুনহাট এলাকায় তার নিজ বাসভবন সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অজ্ঞাতনামা অস্ত্রধারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে বীর দর্পে চলে যায়। এ সময় তার সঙ্গে থাকা অপর একজন গুলিবিদ্ধ হয়েছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মিঠুকে এর আগেও গুলি ও বোমা হামলা করে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। সেসময় তিনি সামান্য আহত হয়েছিলেন।
নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ। ফুলতলা থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা জেলা বিএনপির নেতারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন । ঘটনার পর জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, আলাউদ্দিন মিঠুর পিতা দামোদর ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেমকে ১৯৯৮ সালের ১৮ আগষ্ট দুপুরে ফুলতলা ইউএনও অফিসের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এরপর পিতার ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মিঠুর বড় ভাই আবু সাইদকে ২০১০ সালের ১৬ আগষ্ট খুলনা যশোর মহাসড়কের ছবেদাতলা নামক স্থানে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী আসাদুজ্জামান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।