
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত
খুলনা সংবাদদাতা: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শাহাদাৎ মোল্লা (৬০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর রায়েরমহল এলাকায় ঘটনাটি ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা এ খবর নিশ্চিত করেছেন। নিহত শাহাদাৎ মোল্লা খুলনা মহানগরীর সোনাডাঙা থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।