
খুলনায় ৭১’র মানবতাবিরোধী মামলায় ৯ আসামী গ্রেফতার
খুলনা সংবাদদাতা: খুলনার ডুমুরিয়ায় ৭১’র মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটকৃতদের মধ্যে খুলনার ডুমরিয়া উপজেলার খর্নিয়া, রানাই গ্রাম, খুলনা’র গল্লামারী এলাকায় অভিযানে আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী (৬৭), শাজাহান (৬৮), করিম শেক (৬৮), আবু বকর (৬৭), রওশন গাজি (৭২) কে গ্রেফতার করা হয়। নাজের আলী ফকির (৬৮) ও সোহরাব হোসেন সরদার (৬২) কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সবার বাড়ি ডুমুরিয়া উপজেলায়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেন।