
গাইবান্ধায় চতুর্থ দিনের ব্লক রেইডে গ্রেফতার ৬
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে ‘ব্লক রেইড’ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা। জঙ্গি আস্তানার খোঁজ, তালিকাভুক্ত পলাতক আসামিসহ নৌ-ডাকাত গ্রেফতারে ওই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে চতুর্থ দিনের মতো আইন-শৃঙ্খলা বাহিনীর ৬০ সদস্য সুন্দরগঞ্জ উপজেলার চরখোর্দ্দা ও বেলকাসহ বেশ কয়েকটি চরে অভিযান শুরু করে। অভিযান চালাকালে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কয়েক চর থেকে ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ অভিযান শেষ হয়।
অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসাদুজ্জামান রিংকু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযান চলাকালে চরগুলোতে পলাতক আসামি হিসেবে ৬ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে এক বছরের সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি রয়েছে একজন। বাকিরা নিয়মিত মামলার আসামি। আদালত তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর থেকে তারা পলাতক ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানানো সম্ভব না।’
তিনি আরও বলেন, ‘অভিযান এখনো চলছে। আরও বেশ কয়েকটি চরে অভিযান চালানো হবে। অভিযান শেষ হলে গ্রেফতার ব্যক্তিদের সুন্দরগঞ্জ থানা হাজতে রাখা হবে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সমন্বয়ে পুলিশের ৬০ সদস্যরা অংশ নেয়। এছাড়া অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু, সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান অংশ নেন।
গত মঙ্গলবার ভোরে সদর উপজেলার মোল্লার চর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চর প্রথম অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা বাহীনির সদসরা। পরে বুধবার ভোর রাতে ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় এবং শুক্রবার ভোর রাতে সাঘাটা উপজেলার বিভিন্ন চরে তৃতীয় বারের মতো অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরমধ্যে অভিযানের প্রথম দিনে সদর উপজেলার মোল্লার চর ইউনিয়নের সিধাইল চরের বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে একজন ডাকাতকে আটক করে করা হয়। এছাড়া ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এমনকি অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গির সন্ধানও পাওয়া যায়নি।