
গাইবান্ধায় দুর্বৃত্তরা এসিডে ঝলসে দিয়েছে মা ও মেয়েকে
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় দুর্বৃত্তরা এসিডে ঝলসে দিয়েছে মা ও মেয়েকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। দূর্বত্তদের এসিডে ঝলসে যাওয়া মা-মেয়ে ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম ও তার মেয়ে সুমি।
তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পলাশ বাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মা-মেয়ের উপর এডিস নিক্ষেপ করতে পারে বলে মনে করেন তারা।
বৃহস্পতিবার জেলার সাদুল্লাপুর উপজেলায় এই এসিড হামলার ঘটনা ঘটে। তবে কি কারণে তাদের ওপর এসিড ছোড়া হয় তা এখনও জানা যায়নি। এদিকে পলাশ বাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, এসিড দগ্ধ রাশিদার শরীরের প্রায় ১০ ভাগ পুড়ে গেছে। এ ছাড়া মেয়ে সুমির পুড়েছে ৫ ভাগ।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ ইমরুল কায়েস জাগ্রতবাংলাা ২৪ ডটকম কে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।