
আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা : গাইবান্ধায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩রা মে) ঈদের দিন দুপুরে দারিয়াপুর-গাইবান্ধা উপ-মহাসড়কের পাশে মোটরসাইকেল ম্যাকানিক্সের দোকানের সামনে দূর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক সদর উপজেলার দক্ষিণ গিদারীর ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্তারের ছেলে।
স্থানীয়রা জানান, আহসান হাবীব বেপরোয়া গতিতে নতুন পালসার মোটরসাইকেল নিয়ে গাইবান্ধা অভিমুখে যাচ্ছিলো। এসময় চাকা স্লিপ করে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা থানা পুলিশ।