
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে গাছবাহী ট্রাক উল্টে আব্দুর রশিদ নামের এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সল্লা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল রশিদ বগুড়ার চান্দাইকোনায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জাগ্রত বাংলাকে বলেন, কাঠভর্তি মিনি ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে মহাসড়কের সল্লা এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে তিনি ট্রাকের হেলপার হবেন। লাশটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আর ট্রাকটি থানায় আনা হয়েছে।