
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান: ৬৭ তরুণ-তরুণীর কারাদণ্ড
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শুক্রবার দিনব্যাপি দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬৭ তরুণ-তরুণীকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার চৌরাস্তার হোটেল রাজমনি ইন্টারন্যাশনাল ও হোটেল দক্ষিণ বাংলায় অভিযান চালিয়ে অসামাজিক কার্য্যকলাপের দায়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরতে খোদা বলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমনি ইন্টারন্যাশনালে অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৯ যুবতী ও ২০ যুবককে আটক প্রত্যেককে ১মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। অত:পর একই এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কার্যকলাপের দায়ে ২১ যুবতী ও ৭ যুবককে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন আদালত।