খাগড়াছড়ি (বান্দরবান) প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মানুষ হত্যার অভিযোগে গুইমারা থানায় দুটি পৃথক মামলা করেছে পুলিশ। এই দুই মামলায় মোট ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর গুইমারাতে ১৪৪ ধারা ভঙ্গ করে অবরোধকারীরা পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়। এসময় সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং হত্যার মতো সহিংস ঘটনা ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার বা ব্যক্তি পক্ষ থেকে অভিযোগ দাখিল না করায় পুলিশ বাদী হয়ে জনস্বার্থে দুটি মামলা দায়ের করেছে। মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১ অক্টোবর, ২০২৫ তারিখে গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন: ১ নং মামলায় অবরোধ চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, অগ্নিসংযোগ এবং লুটতরাজের অভিযোগে ২৫০ থেকে ৩০০ জনকে আসামী করা হয়েছে। ২ নং মামলা সহিংসতাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে, যেখানে অজ্ঞাত সংখ্যক আসামীর কথা বলা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই হাবিবুর রহমান ও এসআই মো. আইয়ুব।