
ঘাটাইলের মাদক সম্রাট মনির মেম্বার গ্রেফতার
রেজাউল করিম খান, ঘাটাইল : ঘাটাইলের মাদক সম্রাট খ্যাত মনির মেম্বারকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে উপজেলার হামিদপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ঘাটাইল উপজেলার নাটশালা গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে। তিনি দিঘলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন পিপিএম জানান, সে একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। এলাকায় সে মাদক সম্রাট ও ইয়াবা মনির হিসাবে পরিচিত। এলাকাবাসি দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেপ্তারের দাবী জানিয়ে আসছিল। তার বিরুদ্ধে পূর্বের ৯টি মামলাসহ ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১ টি মামলা রয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।