
ঘাটাইলে আসাদুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কালিয়াগ্রামের অটোরিক্সা চালক আসাদুল (১৬) হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুরে উপজেলার নাটশালা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় দিঘলকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন, দিঘলকান্দী ইউপি সদস্যবৃন্দ, যথাক্রমে শফিকুল ইসলাম খান টিক্কা, মনির তালুকদার, অতুল হোসেন, নাজমা বেগম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন খান,আরিফ সিদ্দিকী,কাজিম উদ্দিন মাষ্টার,আতাউর রহমান,সাংবাদিক রেজাউল করিম খান রাজু সহ প্রমুখ।
প্রতিবাদ সভাশেষে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড আসাদুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধনে অংশ নেয় দিঘলকান্দী ইউনিয়নের সর্বোস্তরের জনসাধারন। পরে সেখানে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে উপস্থিত হয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার শাহীন মোহাম্মদ আবুল কাশেম ও ঘাটাইল থানার ওসি কামাল হোসেন আসাদুল হত্যায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আশ্বাস প্রদান করলে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি থেকে সরে দাড়ায় অত:পর যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য: আসাদুল ইসলাম ঘাটাইল উপজেলার কালিয়াগ্রামের মুক্তার আলীর ছেলে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাগুনডালী ঝিনাই নদীর পাশে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।