
ঘাটাইলে উইজডম ভ্যালিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টঙ্গাইলের ঘাটাইল উপজেলার ‘অন্যান্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি’র প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃতি শিক্ষাথীদের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান মোহাম্মদ কামাল হোসেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহিদ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মশিউর রহমান খান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রুবি খান প্রমূখ।
উল্লেখ্য, ‘আমরা গড়বো সুন্দর আগামী’ এই প্রত্যয় নিয়ে ২০০০ সাল থেকে অন্যান্য শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ২০১৬ সালে ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলসহ ২৭ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি ঘাটাইল উপজেলায় প্রথম ও টাঙ্গাইল জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা কবিতা আবৃতি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।