
ঘাটাইলে ওয়ার্ল্ড কনসার্ন’র প্রশিক্ষণ কর্মসূচি
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে শিশু প্রতিপালন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতী প্রাইমারী স্কুলে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এছাড়া শনিবার ঘাটাইল সমিল রোডে অবস্থিত ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উপজেলা কার্যালয়ে কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা শিল্পী দে।
এসময় উপস্থিত ছিলেন, ডেবিড তাপস সাহা, বিথী খানম, হোসনে আরা বেগম প্রমুখ। প্রশিক্ষণে বাল্য বিবাহ, বাল্য বিবাহের কারণ ও কুফল, বয়সন্ধিকাল, বয়সন্ধিকালের বিভিন্ন সমস্যা পিতামাতার ভূমিকা, শিশু প্রতিপলন বিষয়ক আলোচনা করেন, মিস্টার জেমস সানি বৈরাগী, জিহিস্কেল ইজারদার। প্রশিক্ষনে সর্বমোট ৪৫ জন শিশু ও অভিভাবক অংশ নেয়।