
ঘাটাইলে কদমতলীতে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ইসহাক আলী (হিরু) ২৩৬ ভোট পেয়ে সভাপতি এবং আঃ গফুর ২২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বচিত হয়। এছাড়াও ৩১২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল বারেক, ৩১০ ভোট পেয়ে মোঃ নূরুজ্জামান অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন।