
ঘাটাইলে কালিয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্ভোধন ও সুধী সমাবেশ
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন দিঘলকান্দী ইউনিয়নের কালিয়াগ্রামে রোববার (২৬ মার্চ) সকালে প্রস্তাবিত বিদ্যালয়ের প্রাঙ্গণে কালিয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্থাপনার সাইন বোর্ড টাঙ্গানো, বিদ্যালয়ের শুভ উদ্ভোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলহাজ্ব আব্দুস ছালাম খান এর সভাপতিত্বে বিদ্যালয়টির উদ্ভোধন করেন সাবেক এম.পি মো. সাইদুর রহমান খান মোহন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো. তানকিন হক সিদ্দিকী।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহরস্থ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক সৈয়দ আবদুর রহমান, দিঘলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ আবদুর রউফ প্রমুখ। আলোচক হিসাবে আলোচনায় অংশ নেন আবুল হোসেন খান, ডা.খন্দকার ওয়াদিওর রহমান বাবলু, এস.এস.এস এর উপ পরিচালক মো.আমিনুল ইসলাম খান, মো.জাকির হোসেন খান রতন, মো.আবু তাহের সিদ্দিকী, শফিকুল ইসলাম খান টিক্কা, শামীম সিদ্দিকী, মহিয়ার উদ্দিন, মনি তালুকদার, জাহিদ চৌধুরী, মিন্টু খান, আব্দুর রশিদ খান (স্বপন) প্রমুখ।
সভায় প্রধান অতিথি যুগ্ন সচিব তানকিন হক সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত ত্যাগী নেতা আমরা পেয়েছিলাম বলেই আজকে আমরা ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি এবং এ দেশের জনগণ আজকে স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে। কালিয়াগ্রাম সহ এ এলাকায় বিদ্যুতের বাতি ঘরে ঘরে জ্বলছে, এ রকম ভাবে শিক্ষা ও জ্ঞানের বাতি জ¦ালানোর জন্য এলাকার সকলের সহযোগিতা করার জন্য আহবান জানান। আগামিদিনে স্কুলের সকল কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরিফ সিদ্দিকী।